HSC BM Production Planning Controlling and Casting Assignment Answer – এইচএসসি বিএম প্রডাকশন প্লানিং কন্ট্রোল এন্ড কস্টিং অ্যাসাইনমেন্ট উত্তর। আপনাদের লেখার সুবিধার্থে আমরা সকল প্রশ্নের উত্তর প্রদান করলাম। প্রশ্নের উত্তরে যদি কোন সমস্যা থাকে তাহলে নিজ দায়িত্বে ঠিক করে নিবেন। আপনারা নিজেদের মতো করে এখান থেকে ধারণা নিয়ে আপনাদের উত্তর লিখে তারপর জমা দিবেন ধন্যবাদ।
শিক্ষাক্রম: এইচএসসি (বিএম)
বিষয়: ব্যবসায় উদ্যোগ (২১১৮) তত্ত্বীয় চূড়ান্ত মূল্যায়নের পূর্ণ নম্বর:৯০
এ্যাসাইনমেন্ট ক্রম:
বিএম-১১ (ক), (খ)এবং (গ) বিভাগ
এইচএসসি বিএম প্রডাকশন প্লানিং কন্ট্রোল এন্ড কস্টিং অ্যাসাইনমেন্ট উত্তর
এই পোস্টটির গুরুত্বপূর্ণ বিষয়গুলো :
বিএম- ১১ (ক)
১। সবিরাম এবং অবিরাম উৎপাদন প্রক্রিয়ার মধ্যে পার্থক্য লিখ।
২। মান নিয়ন্ত্রনের প্রয়ােজনীয়তা বর্ণনা কর।
উত্তর:
৩। ২০১৯ সালে ইয়াসমিন এন্ড কোং এর কাঁচামাল ক্রয় ও নির্গমন নিচে দেওয়া হল। পরের মাল আগে ছাড়া (LIFO) পদ্ধতিতে মাল খতিয়ান তৈরি কর।
উত্তর:
৪। “X” কারখানায় উৎপাদিত পণ্য গুদাম জাত করণে কিভাবে রিন কার্ড সংরক্ষন করা যায়।
উত্তর:
৫। সাকিব ও রাকিব বিডি কোম্পানী লিঃ এর দু’জন কর্মচারী। তাদের ২০১৯ সালের ডিসেম্বর মাসের নিম্নোক্ত তথ্যাবলি হতে মজুরি বিবরণী প্রস্তুত কর:
উত্তর:
বিএম- ১১ (খ)
১। মুন্নি বিল্ডার্স লিঃ ২০১৯ সালের ১ জানুয়ারি তারিখে ১০ ,০০,০০০ টাকা চুক্তিমূল্যে একটি কনস্টরাকশন কাজ আরম্ভ করে। ঠিকা সংক্রান্ত অন্যান্য তথ্যাবলি নিচে দেয়া হল।
কাঁচামালের ১০%, শ্রম ব্যয়ের ৩% ও উপরি ব্যয়ের ২% প্রদানের পরে ব্যয়িত হয়েছে। যন্ত্রপাতির অবচয়ের হার ১০%। ২০১৯ সালের ৩১ ডিসেম্বর কার্যক্ষেত্রে কাঁচামালের পরিমান ৩২,৫০০ টাকা। ঠিকাকার্য হিসাব তৈরি কর। এবং লাভ-ক্ষতি হিসাবে কী পরিমান মুনাফা ক্রেডিট করা যেতে পারে তা নির্ণয় কর।
উত্তর:
২। মান ব্যয় ও প্রকৃত ব্যয় এর মধ্যে তারতম্য বিশ্লেষণ কর।
উত্তর:
৩। পরিবর্তনশীল খরচ একক প্রতি ২০০ টাকা হারে একটি কোম্পানি ৫০,০০০ একক উৎপাদন করার ৩,৭৫,০০০ পরিকল্পনা করেছে। স্থায়ী ব্যয় ২,০০,০০০ টাকা ধরা হয়েছে ব্যয়ের উপর ২০% মুনাফা ধরে বিক্রয় মূল্যনির্ধারণ করা হয়েছে।
করণীয়: (ক) লাভ পরিমান অনুপাত।
(খ) সমচ্ছেদ বিন্দু।
(গ) বিক্রয় মূল্য ১৫% হ্রাস পেলে লাভ পরিমান অনুপাত এবং সমচ্ছেদ বিন্দু।
উত্তর:
পরিবর্তনশীল খরচ একক প্রতি ২০০ টাকা হারে একটি কোম্পানি ৫০,০০০ একক উৎপাদন করার ৩,৭৫,০০০ পরিকল্পনা করেছে। স্থায়ী ব্যয় ২,০০,০০০ টাকা ধরা হয়েছে ব্যয়ের উপর ২০% মুনাফা ধরে বিক্রয় মূল্যনির্ধারণ করা হয়েছে।
৪। নগদান বাজেট থেকে কি কি সুবিধা পাওয়া যেতে পারে তা বিশ্লেষন কর।
উত্তর:
৫। কোন একটি প্রতিষ্ঠান নগদান বাজেট প্রস্তুত করতে গেলে কোন কোন বিষয় বিবেচনা করা যেতে পারে তা বিশ্লেষণ কর।
উত্তর:
বিএম- ১১ (গ)
১। নিচের তথ্যাবলি থেকে একটি কলেজের এইচএসসি (বি.এম) শাখার নভেম্বর মাসের বেতন বিবরণী প্রস্তুত কর।
(i) ৩৫,৫০০ টাকা মাসিক বেতনে ১ জন সহকারী অধ্যাপক।
(ii) ২৯,০০০ টাকা মাসিক বেতনে ১ জন সিনিয়র প্রভাষক।
(iii) ২২,০০০ টাকা মাসিক বেতনে ৪ জন প্রভাষক।
(iv) ১৬,০০০ টাকা মাসিক বেতনে ১ জন প্রদর্শক।
(v) ৮,২৫০ টাকা মাসিক বেতনে ১ জন পিয়ন।
উপরােক্ত কলেজের শিক্ষক কর্মচারীগণ মূল বেতনের ৫০% বাড়িভাড়া ভাতা, ৫০০ টাকা হারে চিকিৎসা ভাতা এবং ৩০০ টাকা হারে যাতায়াত ভাতা পেয়ে থাকেন। মূল বেতনের ৬% PF এ কর্তন, ৪% কল্যাণ তহবিলে কর্তন করেন।
উত্তর:
২। ২৩৪ নং জব ‘এ’ ১,০০০ একক পণ্য উৎপাদন করা হয়েছে। নিম্নের তথ্য অবলম্বনে বের করঃ
(ক) একক ব্যয়
(খ) একক লাভ
(গ) মােট বিক্রয়
(ঘ) মােট লাভ
(ঙ) একক বিক্রয় মূল্য
উত্তর:
HSC BM Production Planning Controlling and Casting Assignment Answer
Podakson ar all ans nai vai
পেয়ে যাবেন ইনশাল্লাহ